একটি উন্নয়ন প্রকল্প কোনো অঞ্চল বা সেখানকার সমৃদ্ধি বা আর্থসামাজিক উন্নতি ঘটায়। এটি হচ্ছে মোটাদাগে সত্য। এর পেছনে আরেকটি সত্য হচ্ছে, প্রকল্পটিকে ঘিরে সংশ্লিষ্ট অনেকের পকেটও ভারী হয়। যার কারণে অনেক সময় প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে সেটি নিয়ে কারও মাথাব্যথা থাকে না।
সেটি যদি থাকত, পাবনার একটি নার্সিং ইনস্টিটিউট চালুর জন্য অন্তত ৩০০ বার ধরনা দেওয়া লাগত না স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে। ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশাল প্রতিষ্ঠানটি এখন পরিত্যক্ত হওয়ার মুখে। এরপরও ইনস্টিটিউটটির দিকে ফিরে তাকাতে ইচ্ছুক নয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি খুবই হতাশাজনক।