মেইকআপের যেসব কৌশল একেবারেই অবলম্বন করা উচিত না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১২

টিকটক বা ফেইসবুকে পাওয়া মেইকআপ টিপস ত্বকের ক্ষতিও ডেকে আনতে পারে।


সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই দ্রুত মেইকআপের নানান টিপস, মেইকআপ শেখার নানান ধাপ, এমনকি জনপ্রিয় মডেল বা নায়িকাদের অনুরূপ সাজ উপস্থাপন করছেন।


এসব মাধ্যমে প্রকাশিত ঝটপট মেইকআপের উপায়গুলো ক্ষেত্রেবিশেষে কাজে লাগলেও অনেকগুলো পন্থা ত্বকের ক্ষতি করে থাকে।


এরকমই কয়েকটি বিষয়ে নিয়ে টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আলোচনা করেন ভারতের ‘কিওয়েস্ট একাডেমি অফ বিউটি অ্যান্ড মেইকআপ’য়ের প্রতিষ্ঠাতা নেহা ছাব্রা।


চোখের নিচের পাতায় লিপ লাইনার ব্যবহার


চোখে লিপ লাইনার ব্যবহার করা ঠিক নয়, এতে কড়া পিগ্মেন্ট ব্যবহার করায় চোখের ক্ষতি করে। চোখের চারপাশে কালো দাগ থাকলে সামান্য কাজল ব্যবহার করা যেতে পারে।

ব্লাশ হিসেবে লিপস্টিক ব্যবহার


অনেকেই লিপস্টিককে ব্লাশ হিসেবে ব্যবহার করে থাকেন।


নেহা ছাব্রার মতে, গাঢ় বা তরল লিপস্টিক ব্লাশ হিসেবে ব্যবহার না করাই ভালো কারণ এতে ঠোঁটের উপযোগী গাঢ় রং ব্যবহার করা হয়। তাছাড়া ব্লাশ হিসেবে লিপস্টিক ব্যবহার করতে তা মুখে জোরে ঘষতে হয় যা ত্বকের জন্য মোটেও ঠিক নয়।


কেউ ব্লাশ হিসেবে লিপস্টিক ব্যবহার করতে চাইলে হালকা রং ও ক্রিম ভিত্তিক লিপস্টিক ব্যবহার করতে পারন। এটা সহজে ত্বকের সাথে মিশে যায়।


ঘন চোখের পাপড়ির জন্য পেট্রোলিয়াম জেলি


অনেকেই মনে করেন চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ঘন ও বড় হয়, এটা ভুল ধারণা। বরং চোখের নিচে ছোট ‘সিস্ট’ দেখা দিতে পারে।


পেট্রোলিয়াম জেলির বদলে ক্যাস্টর অয়েল ব্যবহার চোখের পাপড়িকে ঘন ও বড় করতে সহায়তা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও