কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আশ্রয়ণের ঘর থেকে বের করে দেওয়া বৃদ্ধের অবস্থা জানতে চান হাইকোর্ট

জাগো নিউজ ২৪ খোকসা প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:২৮

কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে বের করে দেওয়া হয় এক বৃদ্ধকে। এ বিষয়ে সর্বশেষ অবস্থা আগামী ১৫ দিনের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিষয়টি।


একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এ সংক্রান্ত খবর আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে রোববার (২৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলে এ বিষয়ে জানাতে বলেছিলেন আদালত। পরে এই আদেশ দেওয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে বলেন, আদালত এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার জন্য আমাকে বলেছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও