You have reached your daily news limit

Please log in to continue


আশ্রয়ণের ঘর থেকে বের করে দেওয়া বৃদ্ধের অবস্থা জানতে চান হাইকোর্ট

কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে বের করে দেওয়া হয় এক বৃদ্ধকে। এ বিষয়ে সর্বশেষ অবস্থা আগামী ১৫ দিনের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিষয়টি।

একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এ সংক্রান্ত খবর আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে রোববার (২৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলে এ বিষয়ে জানাতে বলেছিলেন আদালত। পরে এই আদেশ দেওয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে বলেন, আদালত এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার জন্য আমাকে বলেছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন