ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মান গত বৃহস্পতিবার ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। এতে প্রতি ডলারের দাম ২৫৫ রুপিতে দাঁড়িয়েছে। গত দুই দশকের মধ্যে এটি দেশটির মুদ্রার রেকর্ড দরপতন।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত বুধবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার দাম ছিল ২৩০ দশমিক ৯ রুপি। বৃহস্পতিবার সেই দাম হয় ২৫৫ দশমিক ৪ রুপি। অর্থাৎ এক দিনে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার আনুষ্ঠানিক দাম প্রায় ২৩ রুপির বেশি কমেছে। আর খোলাবাজারে তা ৭ শতাংশ বা ১৯ টাকা কমে ২৬২ রুপিতে পৌঁছায়। খবর- সিএনএন।