ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক দিতে পোল্যান্ডকে ছাড়পত্র দিল জার্মানি
নিজেরা দিতে রাজি নয়। তবে, ন্যাটোর কোনও সদস্য দেশ যদি ইউক্রেনকে আধুনিক লেপার্ড ট্যাঙ্ক দেয় তাতে আপত্তি করবে না জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবাখ সোমবার এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘পোল্যান্ড যদি ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক দিতে চায়, তবে আমরা বাধা সৃষ্টি করব না।’
গত শুক্রবার আমেরিকা তাদের সেরা সাঁজোয়া গাড়ি স্ট্রাইকার ইউক্রেনকে দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশের অনুরোধ সত্ত্বেও তাদের তৈরি লেপার্ড ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাতে রাজি হয়নি জার্মানি। সামরিক এবং কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে রাশিয়ার রোষাণলে পড়ার ভয়েই বার্লিনের এই সাবধানী নীতি। তাদের মতে যুদ্ধ পরিস্থিতিতেও রাশিয়ায় গ্যাসের ওপর জার্মানির নির্ভরতা রয়েছে যথেষ্টই। তাই ন্যাটোর সদস্য দেশ হয়েও ইউক্রেনকে লেপার্ড সরবরাহে এখনও সম্মত হয়নি তারা।