ইরানি মুদ্রার রেকর্ড দরপতন, ‘শত্রুদের’ দুষছে তেহরান
নানা কারণে বেশ কিছুদিন থেকেই অস্থিতিশীল ইরানি মুদ্রা রিয়াল। এরমধ্যেই শনিবার (২১ জানুয়ারি) ডলারের বিপরীতে রিয়ালের মান কমেছে রেকর্ড পরিমাণে। বৈদেশিক বিনিময় সাইট বনবাস্ট ডটকম জানিয়েছে, শনিবার অনানুষ্ঠানিক বাজারে এক ডলারের বিনিময় মূল্য ছিল চার লাখ ৪৭ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার এটি ছিল চার লাখ ৩০ হাজার ৫০০ রিয়াল।
এমন পরিস্থিতির জন্য অবশ্য ‘শত্রুদের’ দুষছে ইরান। শনিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন দাবি করেন, তেহরানকে অস্থিতিশীল করতে শত্রুদের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে এমন দরপতনের ঘটনা ঘটেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দরপতন
- অস্থিতিশীলতা
- মুদ্রা