জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস সমাধান নয়

যুগান্তর একেএম মনোয়ার হোসেন আখন্দ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৯:৫১

কোভিড-১৯ মহামারি-পরবর্তী সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, দেশে দেশে মূল্যস্ফীতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশে খাদ্যসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি একটি সংকট সৃষ্টি করেছে। বৈদেশিক মুদ্রার স্বল্পতার কারণে পণ্যসামগ্রী আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে শিল্প-কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।


এর সঙ্গে যোগ হয়েছে দেশের বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট। এ উভয় সংকটে পড়ে বিদ্যুৎসহ সব খাতের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। এ সংকট থেকে উত্তরণে সরকার বিভিন্ন সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।


বাংলাদেশ এখন একটি চরম ক্রান্তিকাল এবং কঠিন সংকটময় পরিস্থিতির সম্মুখীন, তা সত্ত্বেও সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শতভাগ বিদ্যুতের দ্বারপ্রান্তে পৌঁছানো, সব খাতের উন্নয়নে বিপ্লব সাধন, শিল্পায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ মধ্যমআয়ের দেশ হিসাবে গ্র্যাজুয়েটপ্রাপ্তি, ভিশন-২০৪১ অর্জনসহ একটি উন্নত দেশে পৌঁছাতে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আমরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও