কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাদুড় যখন ভাইরাসের বাহক

ঢাকা পোষ্ট কবিরুল বাশার প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১৯:০৪

নিপাহ থেকে করোনা : বাদুড়ই কি মূল অপরাধী?


বাদুড়কে বেশ কয়েকটি ক্ষতিকর ইমার্জিং ভাইরাসের প্রাকৃতিক রিজার্ভার হোস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে যা মানুষের মধ্যে গুরুতর রোগ সৃষ্টিতে সক্ষম, যার মধ্যে রয়েছে মারবার্গ ভাইরাস, হেন্দ্রা ভাইরাস, সোসুগা ভাইরাস এবং নিপাহ ভাইরাসের মতো আরএনএ ভাইরাস।


৫০ বছরে, ইবোলা ভাইরাস, মারবার্গ ভাইরাস, নিপাহ ভাইরাস, হেন্দ্রা ভাইরাস, গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিনড্রোম করোনাভাইরাস (SARS-CoV), মধ্যপ্রাচ্যের রেসপিরেটরি করোনাভাইরাস (MERS-CoV) এবং SARS-CoV-2-সহ বেশ কয়েকটি ভাইরাস পৃথিবীর মানুষকে আতঙ্কিত করে তুলেছে। আর এই ভাইরাসগুলোর সাথে বিভিন্ন প্রজাতির বাদুড়ের সংযুক্তি আছে বলে প্রমাণ পাওয়া গেছে।


সোয়াইন অ্যাকিউট ডায়রিয়া সিন্ড্রোম ভাইরাসসহ ক্রমবর্ধমান সংক্রমিত করোনাভাইরাস এক ধরনের বাদুড় থেকে এসেছিল এবং বিশ হাজারেরও বেশি শুকরের প্রাণনাশের কারণ করেছিল। চলমান করোনা মহামারি, বাদুড়জনিত ভাইরাল উত্থানের হুমকিকে পৃথিবীর মানুষের কাছে আরও স্পষ্ট করে তুলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও