
১৩ বছরের ক্যারিয়ারে প্রথম মা আমার ছবি বড় পর্দায় দেখলেন: শুভ
১৩ বছরের ক্যারিয়ার ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভ। এতদিন পর্দায় যাকে দেখে বুঁদ ভক্তরা, তাঁকে এবারই প্রথমবার পর্দায় দেখলেন তাঁর মা খাইরুন নাহার।‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার মাধ্যমে প্রথমবার ছেলে আরিফিন শুভকে পর্দার প্রথমবার দেখলেন তাঁর মা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসের সন্ধ্যার শো উপভোগ করেন তিনি।
এ সময় মায়ের কাছে টিকিট কাউন্টার উপস্থিত থেকে নিজের সিনেমার টিকিট বিক্রি করতেও দেখা যায় শুভকে। প্রথমবার মা সিনেমা দেখায় উচ্ছ্বসিত আরিফিন শুভ। নায়কের ভাষ্য, ‘মা আমাকে পর্দায় প্রথম দেখলো, সবাই জানানেন উনি মানসিক ও শারিরীকভবে অসুস্থ, তারপরও উনাকে নিয়ে এসেছি। মাকে আমার সিনেমা তাঁর জীবদ্দশায় দেখাতে পারলাম সেজন্য সৃষ্টিকর্তা কাছে অশেষ কৃতজ্ঞতা।’ সিনেমা দেখে মা কী বলেছেন, ‘আমি উনার পাশে বসে সিনেমা দেখেছি। পাশে বসে কীভাবে দুবাই গেলাম সেটা জানতে চেয়েছে, কেন গোলগোলি করছি সেটা জানতে চেয়েছে...।’