কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যাসের সরবরাহ এখনই বাড়ছে না

প্রথম আলো পেট্রোবাংলা ভবন, কারওয়ান বাজার প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:০৫

সাত মাস ধরে আন্তর্জাতিক খোলাবাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা বন্ধ রেখেছে সরকার। নতুন করে এলএনজি কেনার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এর মধ্যেই শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকে উদ্যোগ নিলেও সবকিছু চূড়ান্ত করে আন্তর্জাতিক খোলাবাজার থেকে এলএনজি দেশে আনতে আগামী এপ্রিল পর্যন্ত লেগে যেতে পারে।


অন্যদিকে দেশের গ্যাসক্ষেত্র থেকেও উৎপাদন বাড়ছে না। এমন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত করা কঠিন হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। তাঁরা বলছেন, গ্যাসের নতুন দাম থেকে আসা বাড়তি টাকা পেট্রোবাংলার হিসাবে জমা হবে আগামী এপ্রিল-মে মাসে। এর আগে সরকার টাকা দিলেও এলএনজি কেনার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হবে ঋণপত্র খোলা ও ডলারের সংস্থান করা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও