বাবরের বিরুদ্ধে ‘যৌন উত্তেজক বার্তা’র অভিযোগ নিয়ে চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
কয়েক দিন আগে বাবর আজমের বিরুদ্ধে এক সতীর্থের প্রেমিকার সঙ্গে যৌন উত্তেজক বার্তা আদান-প্রদানের অভিযোগ উঠেছিল। এ অভিযোগ কতটা সত্য, তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। যদিও ভারতীয় অনেক সংবাদমাধ্যম ফলাও করে প্রচার করেছিল এ অভিযোগ। এরপর এই নিয়ে সংবাদ প্রকাশ করে অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসও। তাতেই চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ফক্স ক্রিকেট বাবরের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে টুইট করে। টুইটে তারা লিখেছিল, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বাবর আজমের ভিডিও ও ভয়েস রেকর্ডিং ভাইরাল হওয়ার পর বাবরের বিপক্ষে পাকিস্তানের অন্য এক ক্রিকেটারের প্রেমিকার সঙ্গে যৌন উত্তেজক বার্তা চালাচালি করার অভিযোগ উঠেছে।’ টুইটেই যার জবাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট। তারা লিখেছে, ‘আমাদের মিডিয়া পার্টনার হিসেবে এসব ভিত্তিহীন অভিযোগকে এড়িয়ে যাওয়া উচিত ছিল। বাবর এই অভিযোগের জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করে না।’