You have reached your daily news limit

Please log in to continue


ইতালীয় কিংবদন্তি অভিনেত্রী জিনা ললোব্রিজিডা মারা গেছেন

ইতালীয় কিংবদন্তি অভিনেত্রী জিনা ললোব্রিজিডা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

জিনা ললোব্রিজিডার মৃত্যুর খবরটি টুইটারে নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাইয়ের নাতি ইতালিয়ান মন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিজিডা। অভিনেত্রীর সাবেক আইনজীবী গিলিয়া সিতানি জানিয়েছেন, রোমের একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী।

১৯৫০ ও ‘৬০-এর দশকের ইউরোপীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ তারকা ছিলেন জিনা ললোব্রিজিডা। বিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম, ক্রসড সোর্ডস ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী’ নারী হিসেবে তার নাম শোনা যেত সোফিয়া লরেনের সাথেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন