সুপারফুড কমলার উপকারিতা

দেশ রূপান্তর প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫

শীত জেঁকে বসেছে সারা দেশে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ঋতুতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা এবং আরও অনেক শারীরিক সমস্যা ব্যাপকভাবে বেড়ে যায়।


এ কারণে শীতকালে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে পুষ্টিকর খাবারের ওপর গুরুত্বারোপ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। খাবারের তালিকায় ইতিবাচক পরিবর্তন আনার একটি সহজ উপায় হলো, প্রতিদিনের খাবারে বেশি করে মৌসুমি ফল ও শাকসবজি রাখা। প্রতিটি ঋতু নিজস্ব ফল ও সবজি নিয়ে আসে, যার প্রতিটিতে বেশ কিছু উপকারী পুষ্টিমান থাকে। এমনই একটি আশ্চর্যজনক শীতকালীন ফল হলো কমলা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কমলাকে শীতকালীন ‘সুপারফুড’ হিসেবে বিবেচনা করে থাকেন। মিষ্টি ও রসালো এ ফল ভিটামিন-সি, অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরাল গুণের ভা-ার। এ ছাড়া এটি শরীরে প্রয়োজনীয় বেশ কিছু খনিজ ও ভিটামিন জোগায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি ফ্লু, জ্বরসহ কিছু মৌসুমি রোগ প্রতিরোধেও সহায়তা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও