স্বল্প মানের কম দামি ডিজেল আমদানিতে সম্মতি
দেশে বর্তমানে ৫০ পার্টস পার মিলিয়ন (পিপিএম) মাত্রার সালফারযুক্ত ডিজেল আমদানির অনুমতি রয়েছে। কিন্তু জ্বালানির আমদানি খরচ কমাতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সালফারযুক্ত ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিশেষজ্ঞরা বলছেন, অধিক সালফারযুক্ত ডিজেল পরিবেশ, যানবাহন ও শিল্পের জন্য ক্ষতিকর।
বিপিসি খরচ বাঁচাতে কম দামের এ ডিজেল আমদানির অনুমতি চেয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কাছে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ম শিথিল করে শর্ত সাপেক্ষে ক্ষতিকর এই ডিজেল আমদানির সম্মতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ–সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে