মুখ ভরে যাচ্ছে ব্রণয়? শুতে যাওয়ার সময় কোনও ভুল করছেন না তো?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৭:৫৬
ব্রণ হওয়ার কোনও নির্দিষ্ট বয়স নেই। কম বয়সেও হতে পারে, আবার বয়স বাড়লেও ব্রণ হওয়ার প্রবল আশঙ্কা থেকে যায়। ব্রণ হয় মূলত জল কম খাওয়া, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, শরীরচর্চার অভাব, হরমোনজনিত বিভিন্ন সমস্যা থেকে। এ ছাড়া যত্নের অভাবেও ত্বকে ব্রণ হতে পারে।
তবে এগুলি ব্রণ হওয়ার একমাত্র কারণ নয়। ঘুমোনোর সময় কয়েকটি ভুলেও বাড়তে পারে ব্রণর সমস্যা। ঠিক কোন কারণগুলির জন্য মুখ ভরে যাচ্ছে ব্রণয়?