ঢাকার বিভিন্ন রাস্তায় আজ তীব্র যানজট, দুটি কারণ জানাল ট্রাফিক পুলিশ
রাজধানীর উত্তরা, বিমানবন্দর সড়ক ও বনানীতে আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে তীব্র যানজট দেখা গেছে। ধানমন্ডি ২৭ নম্বরে মিরপুর সড়কেও যানজট রয়েছে।
সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে আসতে গিয়ে যানজটে পড়েন মাহমুদ তনয়। তিনি বলেন, কাকলীর দিকে রাস্তার একপাশে গাড়িগুলো যেতে দেওয়া হচ্ছে না। এতে যানজট বেড়েছে।
যানজটের পেছনে দুটি কারণের কথা বলেছে ট্রাফিক পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমান বলেন, টঙ্গীতে একটা সড়কে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। এ কারণে যানজট হচ্ছে। আরেকটি কারণ হলো, আশুলিয়ার সড়কে গাড়ির চাপ বেশি এবং সেখানে কোনো সড়ক বিভাজক নেই।