কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফরিদপুরে মাহেন্দ্রের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

বাংলা নিউজ ২৪ ফরিদপুর সদর প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১৪:২৭

ফরিদপুরে মাহেন্দ্রে গাড়ির ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে।  


মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের তাম্বুলখানা এলাকার কবি জসীমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।


আহত দুই শিশু শিক্ষার্থী হলেন, ছুরাইয়া (৭) ও মহসিন (৮)। তাদের দুই জনেরই বাড়ি জেলা সদরের শোলাকুণ্ডু এলাকায়।  


এ ঘটনার পরে সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


স্থানীয়রা জানান, ছুরাইয়া ও মহসিন সকালে তাম্বুলখানা এলাকায় সড়ক পাড় হচ্ছিল। এ সময় ফরিদপুর থেকে সালথাগামী একটি মাহেন্দ্র তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। তারা, সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও