কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জমি জালিয়াত চক্রে ওসি ও সাবরেজিস্ট্রার, সর্বস্বান্ত মানুষ

প্রথম আলো ডিমলা প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪

 




নীলফামারীর ডিমলার রূপাহারা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের পৈতৃক সূত্রে পাওয়া বাড়িভিটাসহ ৭০ শতাংশ জমি বেদখল হয় তিন বছর আগে। ওই জমির মালিকানা দাবি করেন স্থানীয় বাসিন্দা রণজিৎ চন্দ্র ভূঁইমালী, হাফিজুল ইসলাম ও ময়েন কবীর। তাঁদের সহযোগী মশিদুল রাতারাতি ওই জমিতে ঘর তোলেন।


শুধু তা–ই নয়, নীলফামারীর আমলি জজ আদালতে হাফিজুরকে জমির অবৈধ দখলদার উল্লেখ করে মামলা দেন রণজিৎ। পরে হাফিজুর উপজেলা ভূমি কার্যালয় ও রংপুর জেলা মহাফেজখানা কার্যালয়ে যোগাযোগ করে জানেন, মিথ্যা দলিল ও নামজারি দিয়ে তাঁর জমি দখল ও বিক্রি করা হয়েছে।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও