২৭ দফা এবং মুক্তিযুদ্ধ প্রশ্নে বিএনপির অবস্থান
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ভাষায় 'রাষ্ট্র মেরামত' করার জন্য ২৭ দফা রূপরেখা প্রকাশ করেছে। দেখতে চেয়েছিলাম, সেখানে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে দলটি কীভাবে আলোকপাত করেছে। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনসূত্রে যা দেখলাম- দুটি দফায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এসেছে। যেমন ১৫ নম্বর দফায় বলা হয়েছে- অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, করপোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি সমন্বয়ে একটি 'অর্থনৈতিক সংস্কার কমিশন' গঠন করা হবে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য ও সামাজিক ন্যায়বিচারের নিরিখে প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা হবে।
২২ নম্বর দফায় বলা হয়ছে- রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেওয়া হবে। এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে একটি সঠিক তালিকা প্রস্তুত করা হবে। (সমকাল, ১৯ ডিসেম্বর, ২০২২)।