You have reached your daily news limit

Please log in to continue


দর্শকরা আমার মাথার মুকুট: ডলি জহুর

স্বাধীনতার আগে মঞ্চ দিয়ে অভিনয় জীবন শুরু করেন ডলি জহুর। অনেক কালজয়ী টেলিভিশন নাটকে অভিনয় করে শিল্পী জীবনকে সমৃদ্ধ করেছেন। অসংখ্য সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সাড়া জাগানো এইসব দিনরাত্রি নাটকের নীলু ভাবি হিসেবে আজও দর্শকরা তাকে মনে রেখেছেন। প্রশংসিত চলচ্চিত্র শঙ্খনীল কারাগারে অভিনয় করে তুমুলভাবে আলোচিত হয়েছেন তিনি।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে এবারে আজীবন সম্মাননায় তার নাম শোনা যাচ্ছে। দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন গুণী  অভিনেত্রী ডলি জহুর।

শোনা যাচ্ছে, এবছর চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন আপনি?

ডলি জহুর: আমিও শোনেছি। অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। যৌথভাবে ইলিয়াস কাঞ্চন ও আমার নামের কথা শুনতে পেয়েছি। অভিনয় জীবনের জন্য এটি বড় ঘটনা। এজন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। জানি না আমি এতবড় সম্মানের যোগ্য কিনা। তারপরও যারা যোগ্য মনে করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আরও অনেক শিল্পী আছেন এটা পাবার যোগ্য। তাদেরকেও সম্মানিত করা হোক। এটুকু বলব আমি চলচ্চিত্রেরই একজন। আমি অভিনয় শিল্পী। সবার ভালোবাসায় আমি সিক্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন