চোখের নিমেষে লম্বা হবে চুল, জেল্লা দেখে মাথা ঘুরে যাবে! ঘরে তৈরি এই হেয়ার মাস্ক রবিবার লাগাতে হবে

eisamay.com প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৫৯

Hair Mask for Hair Growth: চুল ভালো রাখার জন্যে তার যত্ন নিতেই হবে। সেই কথা নিশ্চয়ই আপনার অজানা নয়। চুলের সঠিক যত্ন না নিতে পারলে তার বারোটা বাজতে খুব বেশি সময় লাগবে না। তাই সেদিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। কীভাবে নেবেন চুলের যত্ন? এই প্রশ্ন নিশ্চয়ই মনে এসেছে।


না, চুলের যত্ন নিতে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। বরং ঘরোয়া কিছু হেয়ার প্যাকের সাহায্য়েই যত্ন নিতে পারেন আপনি। সপ্তাহের এই শেষ দিনে অর্থাৎ এই উইকেন্ডে চুলের যত্ন নিতে পারেন। রইল ৫ হেয়ারপ্যাকের সন্ধান। উইকেন্ডে ব্যবহার করুন…(ছবি-istock)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও