![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F45db131d-0e37-49ea-8ef6-ff00d762251b%252Fwhatsapp_pexels.jpeg%3Frect%3D0%252C445%252C4272%252C2403%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের বিরুদ্ধেও অভিযোগ করা যাবে
সহজে বার্তা ও ছবি বিনিময়ের সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু অনেক সময় পরিচিত বা অপরিচিত ব্যক্তির অবাঞ্ছিত স্ট্যাটাসের কারণে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটিতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে অন্যের অবাঞ্ছিত স্ট্যাটাসের বিরুদ্ধে অভিযোগের সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে কোনো ব্যক্তি অবাঞ্ছিত বার্তা পাঠালে বার্তাটি ব্লক করার পাশাপাশি প্রেরকের বিরুদ্ধে অভিযোগ করা যায় হোয়াটসঅ্যাপে। নতুন এ সুবিধা চালু হলে অবাঞ্ছিত স্ট্যাটাস দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ করা যাবে। অভিযোগ পাওয়ার পর স্ট্যাটাস পর্যালোচনা করে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে ডেস্কটপ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। সুনির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও শিগগিরই এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্ট্যাটাস
- অভিযোগ
- হোয়াটসঅ্যাপ