দাগহীন ত্বকের জন্য কমলার ৭ ফেস প্যাক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ২১:৫১
কমলার মৌসুম চলছে এখন। ভিটামিন সি যুক্ত এই ফল যেমন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তেমনি ত্বকের যত্নেও অনন্য। কমলা দিয়ে বানিয়ে নিন কয়েকটি ফেস প্যাক। এগুলো নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালচে দাগ দূর হবে ও উজ্জ্বল হবে ত্বক।
- চন্দন গুঁড়ার সঙ্গে কমলার রস মিশিয়ে নিন। পেস্ট তৈরি হলে ত্বকে লাগান পুরু করে। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
- এক টুকরো হলুদ বেটে নিন। এর সঙ্গে মেশান কমলার রস। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে ঘষে ধুয়ে নিন।
- কমলার রস ভালো স্কিন টোনার। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার কমলার রসে তুলো ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। রক্তসঞ্চালন ভালো হবে ও বাড়বে ত্বকের জৌলুস।
- একটি পাকা কলা চটকে মধু ও কমলার রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
- কমলার কোয়া সামান্য থেঁতো করে নিন। এর সঙ্গে অল্প দই আর লেবুর রস মেশান। চোখ আর ঠোঁটের চারপাশ বাদ দিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাত ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।
- ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি পরিষ্কার ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- কমলার রসের সঙ্গে গোলাপজল আর মধু মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বক মুছে নিন। শুকিয়ে গেলে ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন। ত্বক হবে নরম ও কোমল।
- ট্যাগ:
- লাইফ
- রূপচর্চা
- কমলার খোসা