চলছে মেট্রোরেলের শেষ মুহূর্তের কাজ

বাংলা ট্রিবিউন ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১৬:০০

আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা মেট্রোরেল। বাকি আছে এক সপ্তাহেরও কম সময়। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ইতোমধ্যে মেট্রো স্টেশনসহ ট্রেনে ওঠার সিঁড়ির কাজ সম্পন্ন হয়েছে। চলছে মেট্রোরেলের নিচের সড়ক সংস্কার কাজ।


বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়ার মেট্রোরেল অংশ ঘুরে দেখা যায়, মেট্রোরেলের ওপরের অংশের কাজ শেষ করে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিচে সড়কের ভাঙা অংশগুলো বালু ও ইট দিয়ে সমান করা হচ্ছে। কিছু অংশে নতুন করে কার্পেটিং করা হয়েছে। ফুটপাতগুলোতে বসানো হচ্ছে টাইলস। তবে আগারগাঁও স্টেশন পুরোপুরিভাবে প্রস্তুত। সরিয়ে নেওয়া হচ্ছে নির্মাণকাজের জিনিসপত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও