জার্মানি থেকে প্রথম বিদেশি করোনা টিকা যাচ্ছে চীনে

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১০:৩৩

জার্মানির বায়োএনটেকের কভিড-১৯ টিকার একটি চালান চীনে পাঠানোর কথা জানিয়েছে বার্লিন। প্রথমবারের মতো বিদেশে তৈরি করোনা টিকা চীনে যাচ্ছে।


বিবিসি জানিয়েছে, বুধবার জার্মান সরকারের একজন মুখপাত্র টিকার প্রথম চালানটি পাঠানোর কথা জানিয়েছেন। তবে ঠিক কবে ওই চালান পাঠানো হয়েছে এবং সেখানে কী পরিমাণ টিকা আছে, তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।


জার্মান সরকারের ওই মুখপাত্র বলেছেন, চীনে বসবাস করা অন্যান্য দেশের নাগরিকরাও যদি বায়োএনটেকের টিকা নিতে চান, তবে বার্লিন তাদেরও টিকা দেবে।


গত মাসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বেইজিং সফরে গিয়েছিলেন। সফরে তার সঙ্গী হয়েছিলেন বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর শাহিন। তারা সেখানে চীনকে তাদের কভিড টিকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাদের প্রস্তাব পাওয়ার পর চীন সরকার সে দেশে বসবাসরত জার্মান নাগরিকদের জন্য বায়োএনটেকের টিকা নিতে রাজি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও