বাঙালি খেতে ভালবাসলেও চিরকালের পেটরোগা। সামান্য বাড়ির খাবার খেয়েই হজম করা মুশকিল হয়ে পড়ে। তার উপর এই মরসুমে একটু ভাল-মন্দ খাওয়া হবে না, তা কি হয়?
কিন্তু তার পরের ঠেলা সামলাবে কে? বিশেষজ্ঞরা বলছেন, রোজের এই অ্যাসিডিটি বা বদহজম হওয়ার পিছনে শুধু খাওয়াদাওয়া নয়, দায়ী কিছু অভ্যাসও। দীর্ঘ দিন ধরে চলা এই অভ্যাস পেটের সমস্যাকে আরও জটিল করে তোলে।