শীতে কমলা দিয়ে যেভাবে রূপচর্চা করবেন
শহরে শীতের আমেজ টের পেতে একটু দেরি হয়ে যায়। তবে ফলের বাজারের দিকে তাকালে হাতছানি দিয়ে ডাকতে শুরু করেছে শীতের ফলগুলো। এসব ফল খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও ব্যবহার করা যায় অনায়াসে। কমলা যেমন মজাদার, তেমন স্বাস্থ্যকর আর শীতের দিনে শুষ্ক হয়ে যাওয়া ত্বকের যত্নেও অনন্য।
১. সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিন। কমলার কোয়া চিপে রস বের করে রাখুন। ওই রসে তুলা ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এভাবে কয়েক দিন ব্যবহারে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হবে, বাড়বে জৌলুশ। কমলায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান আছে। এটি ত্বকে বলিরেখা কমায়।
২. কমলার খোসায় থাকে জীবাণুরোধী, প্রদাহবিরোধী ও ছত্রাকবিরোধী উপাদান। এগুলো ব্রণের বিরুদ্ধে কাজ করে। একটি কমলার খোসা এক কাপ পানিতে সেদ্ধ করে নিন। সেই পানি ঠান্ডা করে মুখ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন।
৩. কমলার খোসা সরাসরি ত্বকে লাগাবেন না। অ্যাসিডের প্রভাবে হিতে বিপরীত হতে পারে। ত্বকের জন্য তাজা কমলার খোসার সঙ্গে সমপরিমাণ মসুরের ডাল বেটে নিন। মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বক মসৃণ তো হবেই, মুখের দাগও দূর হবে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- কমলা