১৩ বছর ভাড়া ভবনে চলছে কলাবাগান থানার কার্যক্রম

বাংলা ট্রিবিউন কলাবাগান থানা প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১২:১০

রাজধানীর ব্যস্ততম এলাকা কলাবাগান। বহু সরকারি-বেসরকারি অফিস রয়েছে এই থানা এলাকাটিতে। বিশেষ করে এই এলাকার গ্রিন রোডের পুরোটা জুড়ে ডজনেরও বেশি নামীদামী হাসপাতাল রয়েছে। তবে এ থানায় কিছু হারানো সাধারণ ডায়েরি (জিডি) ছাড়া মামলার সংখ্যা খুবই কম। চলতি মাসে মাত্র চারটি মামলা দায়ের হয়েছে। থানার কার্যক্রম প্রথমে ভাড়া করা একটি কমিউনিটি সেন্টারে শুরু হলেও পরবর্তী সময়ে তা নিয়ে যাওয়া হয় ভাড়া করা একটি ফ্ল্যাট বাসায়। আর এই ফ্ল্যাট বাসায় থানার কার্যক্রম চালাতে পুলিশ কর্মকর্তাদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি অসুবিধায় পড়তে হচ্ছে সেবা গ্রহীতাদেরও।


শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সরেজমিনে থানায় অবস্থান করে দেখা যায়, শুধু দুইটি জিডি ছাড়া আর কেউ কোনও সেবা নিতে থানায় আসেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও