You have reached your daily news limit

Please log in to continue


দীপিকার রূপের রহস্য

বলিউড তারকা পরিচয় ছাপিয়ে নিজেকে করে তুলেছেন এক বৈশ্বিক ফ্যাশন আইকন। গত দুই বছরে ভারতের যে তারকার সঙ্গে বিশ্বের বড় বড় ফ্যাশন আর বিউটি ব্র্যান্ডগুলো যুক্ত হয়েছে, তিনি আর কেউ নন, দীপিকা পাড়ুকোন। কান চলচ্চিত্র উৎসব, মেট গালাসহ বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন উৎসবগুলোর লালগালিচায় পা রাখাকে নিয়মিত ঘটনায় পরিণত করেছেন তিনি। জেনে নেওয়া যাক দীপিকার রূপরুটিন।

মেকআপে বিশ্বাসী নন দীপিকা। তাঁর মতে, সৌন্দর্যের ধারণা বাহ্যিক চেহারার চেয়ে মন, চিন্তা আর জীবনযাপনের পদ্ধতির ওপর অধিক নির্ভরশীল। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় সাহসী দীপিকা দেখা দিয়েছেন নো মেকআপ লুকে। ‘গেহরাইয়া’ সিনেমায় দীপিকার লুক নতুন করে তাঁকে আবেদনময়ী হিসেবে পরিচিত করাচ্ছে। অথচ এসবের পেছনে মেকআপের ভূমিকা সামান্যই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন