আলমারিতে কি শুধুই কাশ্মীরি শাল? শীতের সাজে নজর কাড়তে সঙ্গী হোক বাহারি কিছু শাল
নভেম্বরের শেষের দিকে শীতের দেখা পেতে যে ভাবে মরিয়া হয়ে উঠেছিল রাজ্যবাসী, ডিসেম্বরের মাঝামাঝি সেই হাকডাক অনেকটাই স্থিমিত। তাপমাত্রার পারদ নামছে ধীরে ধীরে। সকালের ঠান্ডা শিরশিরানি হাওয়ায় কাঁপন ধরছে। আর এই শীতের আমেজ গায়ে মেখেই মরসুম জুড়ে নানা উৎসবের সমারোহ। শীতকাল মানেই বিয়ের মরসুম। এ ছাড়া বড় দিন, নতুন বছর তো আছেই।
সেই সঙ্গে রয়েছে জমিয়ে সাজগোজ। শীতের সাজে বরাবরই জনপ্রিয়তা পেয়ে এসেছে শাল। শাড়ি কিংবা সালোয়ার, সঙ্গে একটা বাহারি শাল নিয়ে নিলেই ভোল বদলে যায়। শাল ব্যবহারে পিছিয়ে নেই পুরুষরাও। পাঞ্জাবির সঙ্গে ব্যোমকেশ বক্সীর মতো করে শাল গায়ে জড়াতেও দেখা যায় অনেককে। শীতের ফ্যাশানে শাল একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু শাল মানে কি শুধু কাশ্মীরি শাল? এ প্রশ্ন উঠছে কারণ, শাল ব্যবহারে তেমন বৈচিত্র দেখা যায় না। কিন্তু শালেও রয়েছে নানা রকম বিকল্প। প্রত্যেকটির উষ্ণতার আঁচও ভিন্ন ভিন্ন। শীতের ফ্যাশানে সেগুলি আপনার সঙ্গী হতে পারে। রইল তেমন কিছু শালের খোঁজ।