কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৈশ্বিক খাদ্য সংকট : বাংলাদেশ কি প্রস্তুত?

ঢাকা পোষ্ট এস এম নাজের হোসাইন প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০৯:৫০

ইউরোপ ও আমেরিকা সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলার সময় ২০২৩ সালে বিশ্বে খাদ্য সংকট প্রকট হবে বলে আশঙ্কা প্রকাশ করেন। ইতিমধ্যেই জাতিসংঘের খাদ্য সংস্থা, কৃষি সংস্থাসহ অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানও অনুরূপ আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, বৈশ্বিক আর্থিক সংকটের অজুহাতে দেশে খাদ্যপণ্যের দাম অনেক দিন ধরে ক্রমাগতভাবেই বেড়েই চলছিল।


সরকার বেশকিছু উদ্যোগ নিয়েছে, তারপরও খাদ্যপণ্যের দাম কমাতে পারেনি। সরকারের নানামুখী তৎপরতায় করোনা মোকাবিলায় যেরকম সফলতা আছে, তেমনি মৎস্য, পশুসম্পদেও দেশীয় চাহিদা মেটানোর মতো সক্ষমতা দেখিয়েছে।


প্রধানমন্ত্রী খাদ্য সংকট মোকাবিলায় দেশের সব অনাবাদী কৃষি জমি চাষের আওতায় আনা ও স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর ওপর বেশ জোর দিয়েছেন। তবে অনেক জায়গায় লোকজন অনেক অনাবাদী জমিতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন অনেক জায়গায় তা নিয়ে উৎকণ্ঠাও দেখা দিয়েছে।


তবে মানুষ কেন চাষাবাদ না করে কৃষি জমি খালি রেখেছেন অথবা কৃষিতে কৃষক বারবার কেন লোকসান গুনছে সেই বিষয়ে কোনো উচ্চবাচ্য দেখা যায়নি। আবার দুই হাজার টাকার জন্য কৃষককে জেলে পাঠানোর মতো ঘৃণ্য দৃষ্টান্তও কম নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও