সংসদ থেকে পদত্যাগের কোনো চিন্তা নেই জাতীয় পার্টির: চুন্নু

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ২৩:০৩

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপিদলীয় ৭ সংসদ সদস্য। আজ শনিবার দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম সিরাজ। 


এ সময় জাতীয় পার্টির নেতাদেরও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ। তবে এখনই সংসদ থেকে পদত্যাগের কোনো চিন্তা জাতীয় পার্টির নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 


আজ শনিবার গোলাপবাগ মাঠে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘আমাদের সাতজন এমপি পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্যদের বলব, আপনারাও পদত্যাগ করুন।’ 


এ আহ্বানের প্রেক্ষিতে জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাঁদের কথা। তাঁরা আহ্বান জানাতেই পারেন। তাঁদের অবস্থান আর আমাদের অবস্থান এক নয়। আমরা আমদের নিজস্ব গতিতে চলছি। এই মুহূর্তে আমাদের সংসদ থেকে পদত্যাগের কোনো চিন্তা নেই।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও