নির্বাচন কমিশন এখন দাঁত ছাড়া বাঘ: মুজিবুল হক
বর্তমান নির্বাচন কমিশনকে ‘দাঁত ছাড়া বাঘ’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক (চুন্নু)। তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের কথা না শুনলে কী হবে, তা আইনে বলা নেই। কথা না শুনলে তড়িৎ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান না থাকায় নির্বাচন কমিশন এখন দাঁত ছাড়া বাঘ।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মুজিবুল হক এসব কথা বলেন।
গতকাল বুধবার নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে মাঠ প্রশাসনে বড় রদবদল করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। নির্বাচনের আগে যৌক্তিক কারণ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) মাঠ প্রশাসনে রদবদলের উদ্যোগ নেবে না।
এই বিষয়ে প্রশ্ন করা হলে মুজিবুল হক বলেন, ‘আইন অনুযায়ী, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের কথা শুনতে বাধ্য৷ কিন্তু কথা না শুনলে কী হবে? সেটা আইনে উল্লেখ নাই। বলা আছে, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভাগকে পাঠাবে ব্যবস্থা নেওয়ার জন্য।’