মানবাধিকার সম্পর্কে সচেতন ও শ্রদ্ধাশীল থাকতে হবে: রওশন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১৯:২৪

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, ‘মানবাধিকার দেশের সীমারেখা দিয়ে সীমাবদ্ধ নয়। এ অধিকার মানুষের জন্মগত, যা কেউ কেড়ে নিতে পারে না।’


তিনি বলেন, ‘রাষ্ট্রের পাশাপাশি মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও মানবাধিকার সমুন্নত রাখা সবার দায়িত্ব। জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকে অধিকার সম্পর্কে সচেতন এবং শ্রদ্ধাশীল থাকতে হবে।’


শনিবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসের বাণীতে তিনি এসব কথা বলেন।


রওশন এরশাদ বলেন, ‘জন্মস্থান, জাতি, ধর্ম, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। মানুষ জন্মগতভাবে এসব অধিকার লাভ করে। মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে হবে।’


তিনি বলেন, ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমেই উন্নত, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এবারের মানবাধিকার দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও