নরক গুলজার হচ্ছে না
১০ ডিসেম্বর শনিবার নয়াপল্টনে বিএনপি ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে আবার কি নরক গুলজার হবে? এটি এই মুহূর্তে দেশের, বিশেষ করে ঢাকায় বসবাসরত জনগণের সামনে বড় প্রশ্ন। এরই মধ্যে জাপানসহ ১৫ দেশ ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ১০ ডিসেম্বর জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে এক বাণীতে কিছুটা অযাচিতভাবে বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিয়েছেন আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সমাবেশের অধিকারের কথা মনে করিয়ে দিয়েছেন। এটি বলার অপেক্ষা রাখে না, এসব বক্তব্য বা বিবৃতি বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করেই করা হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- বিএনপির সমাবেশ
- বিএনপির সামবেশ