কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খালি মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ?

সমকাল এহসান মাহমুদ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯

ঘরকে বলা হয় মানুষের নিরাপদ আশ্রয়স্থল। প্রাকৃতিক দুর্যোগে, বন্য পশুর আক্রমণের মুখে ও শত্রুর ভয়ে মানুষ ঘরে আশ্রয় নেয়। ঘরের দরজা-জানালা লাগিয়ে মানুষ নিরাপদ বোধ করে। একটা রাজনৈতিক দলের কর্মীদের কাছে দলীয় কার্যালয় তেমনি এক নিরাপদ আশ্রয়। সে কারণেই হয়তো ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মী পুলিশের নির্যাতন থেকে বাঁচতে ৭ ডিসেম্বর বুধবার আশ্রয় নিয়েছিল। কিন্তু সেদিন পুলিশ ওই কার্যালয়ের দরজা-জানালা ভেঙে, আসবাব তছনছ করে, কম্পিউটারসহ দলটির প্রয়োজনীয় অফিসিয়াল কাগজপত্র যেভাবে নিয়ে গেছে এবং দলটির নেতাকর্মীকে মারধর, গুলি ও আটক করা হয়েছে, তা আমাদেরকে শুধু অবাক নয়, আতঙ্কিত করেছে।


১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গত কয়েক দিন ধরেই দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুদিন ধরেই 'খেলা হবে' স্লোগান দিয়ে আসছিলেন। পাল্টা জবাবে বিএনপির মধ্যম সারির কয়েকজন নেতা বলেছিলেন, ১০ ডিসেম্বর থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনবরত 'খেলা হবে' বক্তব্যের মাঝেই বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশের হামলা, ভাঙচুর ও গণগ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই এ প্রশ্ন দেখা দিতে পারে- খেলা কি শুরু হয়েছে! আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের 'খেলা হবে' স্লোগান শুনে মনে হয়েছিল, খেলাটা হবে বিএনপির সাথে শাসক দলের। কিন্তু সেখানে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী কেন? অবশ্য পত্রিকা এবং টেলিভিশনে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানের ছবিতে দেখা গেছে, পুলিশের সঙ্গে হেলমেট ও হাতে লাঠি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীও সেখানে ছিল। অর্থাৎ এক ধরনের পুলিশি পাহারায় নয়াপল্টনে ক্ষমতাসীন দলের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও