'খেলা হবে' নাকি হবে না?

বিডি নিউজ ২৪ অজয় দাশগুপ্ত প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫

‘খেলা হবে’ এখন আলোচিত বাক্য। কে কার সাথে খেলবে, কী খেলবে জানি না- কিন্তু এটাই এখন মাঠ গরম করে রেখেছে। এ লেখা যখন লিখছি প্রবীণ জননেতা তোফায়েল আহমেদ এর একটা কথা মনে ধরেছে। তিনি বলেছেন, “খেলা হবে, এটা কোনও রাজনৈতিক স্লোগান হতে পারে না।” 


তিনি বলেছেন, “পলিটিক্সে মারপিট হবে, আমার বক্তব্য আমি দিব। কিন্তু কী একটা কথা, শুনতেও কেমন শোনা যায়, খেলা হবে, খেলা হবে। কেউ অসন্তুষ্ট হতে পারেন, তবে আমার বিবেক বলে এই স্লোগানটা এভাবে না দেওয়া উচিত।”


তাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। তিনি দলের হয়েও অনেক সময় অপ্রিয় সত্য কথা বলেন। এই বয়সে অভিভাবকের দায়িত্ব পালন করেন, যা দল ও জাতির জন্য দরকারী। সত্যি তো ‘খেলা হবে’- এটা কেমন কথা? খেলা যদি নির্বাচন ও ভোট হয় তবে তা খোলসা করে বলা উচিৎ।
সরকারি দলের এখনকার নেতারা হয়তো তাদের ‘লিগ্যাসি’ ভুলে যান। ঐতিহ্যবাহী আওয়ামী লীগ উপমহাদেশের প্রাচীন একটি দল। শেখ হাসিনার বাইরেও আওয়ামী লীগ ধারণ করেছে তাজউদ্দীন আহমদ থেকে সৈয়দ আশরাফ পর্যন্ত বিরল নেতৃত্ব গুণসম্পন্ন ব্যক্তিদের। তারা যে ঐতিহ্য ও চেতনার পতাকা রেখে গেছেন- তার মান রক্ষা করা এখন দায়িত্ব। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও