You have reached your daily news limit

Please log in to continue


শীতের সাজে চাই নতুন চমক? কী কী ভাবে জড়িয়ে নিতে পারেন উল বা সিল্কের রঙিন স্কার্ফ?

শীতকাল মানেই উৎসবের মরসুম। বড়দিনের উচ্ছ্বাস, নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু। এই সময়ে জ্যাকেট আর সোয়েটারের চাপে পোশাক নিয়ে খুব বেশ পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ থাকে না। শীতের পার্টিতে সকলের মাঝে নজর কাড়ার জন্য একটি স্কার্ফই যথেষ্ট। স্কার্ফের কেরামতিতেই ভিড়ের মাঝে হয়ে উঠতে পারেন অনন্যা।

কুর্তি হোক বা পশ্চিমি গাউন কিংবা হোক না ইন্দো-ওয়েস্টার্ন পোশাক, স্কার্ফ জড়ালেই সাজ হয়ে যাবে একেবারে আলাদা। কেবল কি সাজ, এই মরসুমে নিজেকে সুস্থ রাখতেও সঙ্গে স্কার্ফ রাখা ভীষণ জরুরি। সাজও হল আর স্বাস্থ্যও বাঁচল!


১) ধরুন আপনি জিন্‌স পরেছেন, সঙ্গে একরঙা টপ। এরই সঙ্গে গলায় জড়িয়ে নিলেন একটি প্রিন্টেড স্কার্ফ। দু’টি প্যাঁচ দিয়ে স্কার্ফটি জড়িয়ে নিলেই কেল্লাফতে! ঠিক যেমন মাফলার জড়াই, ব্যাপারটা খানিকটা সে রকম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন