
করোনা মহামারির সময়ে চীন–বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি
প্রথম আলো
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১০:১৭
করোনার সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তাঁর মতে, দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে এবং তা যথেষ্ট শক্তিশালী ভিত্তি পেয়েছে। তিনি বলেন, করোনার সংক্রমণের জটিল সময়ে চীনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছিল বাংলাদেশ। আর চীনে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পর বাংলাদেশকে সহযোগিতা করেছে চীন।
দুই দেশের সম্পর্কের বিষয়ে এমন মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। গতকাল রোববার বিকেলে তিনি প্রথম আলো কার্যালয় পরিদর্শনে আসেন। তাঁকে স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এরপর সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। পরে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে কথা বলেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদকের সঙ্গে।