কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে আলোচনায় অগ্রাধিকারের ৩ প্রকল্প

প্রথম আলো কক্সবাজার সদর প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫২

পাঁচ বছর পর ৭ ডিসেম্বর এক দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তৃণমূল পর্যায়েও জোরেশোরে চলছে প্রচারণা। এসব প্রচারণায় তুলে ধরা হচ্ছে সরকারের ১৪ বছরে কক্সবাজারে বাস্তবায়নাধীন সাড়ে ৩ লাখ কোটি টাকার ৭২টি উন্নয়ন প্রকল্প।


কয়েক দিন ধরে স্থানীয় ব্যক্তিদের আড্ডা-আলোচনায় ঘুরেফিরে আসছে কক্সবাজারে বাস্তবায়নাধীন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের তিনটি বিশেষ প্রকল্পের কথা। এগুলো হলো ১. চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটারের রেললাইন সম্প্রসারণ ও কক্সবাজারে ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশন নির্মাণ। ২. সাগরের পানি ছুঁয়ে সুপরিসর বিমান ওঠানামার জন্য কক্সবাজার বিমানবন্দরে দেশের দীর্ঘ (১০ হাজার ৭০০ ফুট দৈর্ঘ্যের) রানওয়ে সম্প্রসারণ প্রকল্প ও ৩. জলবায়ু উদ্বাস্তু হয়ে গৃহহীন ৪ হাজার ৪০৯ পরিবারের ২০ হাজার মানুষের জন্য খুরুশকুলে ১৩৭টি পাঁচতলা ভবনের (ফ্ল্যাটবাড়ি) বিশেষ আশ্রয়ণ প্রকল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও