নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ঢাবিতে ১১ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৭:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের গাড়িচাপায় এক নারীর মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। সেই শঙ্কার জায়গা থেকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ১১ দফা দাবিতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। দাবি আদায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়ে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়ার কথা জানিয়েছেন।


শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহের ব্যক্তিগত গাড়ির নিচে পড়ে আটকে যান রুবিনা আক্তার নামের এক নারী। পথচারীদের বারবার অনুরোধ সত্ত্বেও জাফর শাহ ওই অবস্থাতেই গাড়িটি নিয়ে চারুকলা অনুষদের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত বেপরোয়া গতিতে ছোটেন। প্রচণ্ড চাপ ও আঘাতে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উত্তেজিত জনতা জাফর শাহকে গাড়িসহ আটকে গণপিটুনি দেয় এবং গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় নিহত রুবিনার ভাই জাকির হোসেন শাহবাগ থানায় মামলা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও