অনুষদ-বিভাগে নতুন কমিটি ঘিরে উজ্জীবিত জবি ছাত্রলীগ

জাগো নিউজ ২৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১২:৫৬

দীর্ঘ সাত বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের অনুষদ ও বিভাগভিত্তিক পূর্নাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সম্পন্ন হয়েছে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১৬টি বিভাগের কমিটি ঘোষিত হয়েছে। অন্যান্য বিভাগের কমিটি দেওয়ার কাজও শিগগির সমাপ্ত হবে বলে জানা যায়। কমিটি গঠন নিয়ে শাখা ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।


ক্যাম্পাসে দিনভর ছাত্রলীগের কক্ষের সামনে ভিড় করছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। নেতাদের চাওয়া- দৌড়ঝাঁপে নয়, সংগঠনের সব ধরনের পরিস্থিতিতে যারা শক্ত হাতে হাল ধরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন, তারাই নেতৃত্বে আসুক। সূত্রে জানা যায়, অনুষদ ও বিভাগভিত্তিক কমিটির নেতৃত্বের ক্ষেত্রে পদপ্রার্থীদের পারিবারিক রাজনৈতিক চেতনা, তার মেধা-বিনয় ও বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেতাকর্মী নির্বাচন করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও