ট্রেনে চেপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে টিকিট কেটে রাখতে হয় মাস কয়েক আগে। শীতের ছুটিতে হঠাৎ ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে তখন আর চেয়েও যাওয়ার উপায় থাকে না!
সামনেই বড়দিন, ইংরেজি নতুন বর্ষের ছুটি। পাহাড় যেতে ইচ্ছা করছে? কিন্তু তৎকালে টিকিট কাটা বেশ ঝক্কির। আর সেই টিকিট আদৌ নিশ্চিত হওয়ার আশাও থাকে কম। তবে কয়েকটি টোটকা মেনে টিকিট কাটলে মুশকিল আসান হতে পারে।