You have reached your daily news limit

Please log in to continue


শাহরুখ খানের ওমরাহর ছবি ভাইরাল

সৌদি আরবে 'ডাংকি'র শুটিং শেষে মক্কায় পা রাখলেন শাহরুখ খান। বৃহস্পতিবার রাত থেকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সাদা উত্তরীয় গায়ে 'বাদশা'র ছবি। তার উসকোখুসকো চুল, মুখে মাস্ক। সেই বেশেই ওমরাহ করতে দেখা যায় শাহরুখকে। ভিড়ের মধ্যেই অনেকগুলো ছবি ভাইরাল হয় তারকার। যা দেখে মন্তব্যের বন্যা। অনুরাগীরা নিজেদের প্রার্থনা পৌঁছে দিতে চাইলেন প্রিয় অভিনেতার সঙ্গে। কেউ লিখলেন, 'ইনশাআল্লাহ, আমাদের সবার দুয়া গ্রহণ করুন আল্লাহ।' কেউ আবার শাহরুখকে উদ্দেশ করেই লিখলেন, 'মাশাল্লাহ'।

আগের দিনটিই ছিল একেবারে আলাদা। বুধবার সৌদি আরবে শুটিং শেষে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করেন শাহরুখ। পেছনে মরুপ্রকৃতি। ঝাঁ-ঝাঁ রোদে কালো কোট, কালো চশমা পরে হাসছেন 'বাদশা'। জানান, শুটিং সফল। ইনস্টাগ্রামে ভিডিওটি ঘুরছিল। যেখানে শাহরুখ বলছেন, 'ডাংকি'র কাজ করে মন ভালো হয়ে গেল। সৌদিতে এত আরামে শুটিং করা গেল। এর চেয়ে আর আনন্দের কী হতে পারে!

তার চোখেমুখে তৃপ্তি। মনোরম পরিবেশে শুট করতে দেওয়ার জন্য সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। ধন্যবাদ দেন পরিচালক রাজকুমার হিরানি এবং সহকর্মীদেরও।

'ডাংকি'র শেষ শুটিং ছিল আরবের মরুভূমির মাঝেই। শুটিংয়ের অবস্থান শেয়ার করে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে শাহরুখ লেখেন, বিশাল বড় করে ধন্যবাদ দিতে চাই দলের সবাইকে। 'ডাংকি'র কাজ মসৃণভাবে হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন