বিয়ের সাজপোশাক কেমন হবে, জেনে নিন স্বস্তিকার কাছ থেকে
ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে আছেন স্বস্তিকা মুখার্জি। একের পর এক নেটফ্লিক্সের সিরিজে দেখা দিচ্ছেন ভারতের এই বাঙালি অভিনেত্রী। বলিউডের মূলধারার গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাঁর সাক্ষাৎকার। বিয়ের মৌসুমকে মাথায় রেখে সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাঁর একটি বিশেষ ‘ওয়েডিং ফটোশুট’ করেছে। আর স্বস্তিকা জানিয়েছেন কনের সাজে তাঁর ব্যক্তিগত পছন্দ আর অপছন্দের কথা। স্বস্তিকার শাড়ির সংগ্রহ আর শাড়ি নিয়ে তাঁর কৌতুহলের কথা কে না জানে! তাই আলাপের অনেকটা জুড়েই ছিল কনের বিয়ের শাড়ি। সেই সাক্ষাৎকারের নির্বাচিত কিছু অংশ নিয়েই এই আয়োজন।
শীতের বিয়েতে আপনার পছন্দের ফ্যাশন কী?
শীতকালে বিয়েতে কনেরা ভারী সিল্ক যেমন কাঞ্চিপুরম, পাটোলা আর মটকা সিল্কের শাড়িগুলোর দিকে হাত বাড়াতে পারেন। কেননা, অন্য সময় এই শাড়িগুলো পরা হয় না। বিবাহোত্তর সংবর্ধনা বা রাতের পার্টিতেও এই শাড়িগুলো পরা যেতে পারে। এর সঙ্গে ঐতিহ্যবাহী ব্লাউজই ভালো মানাবে। তবে ব্লাউজে চাইলে একটু নিরীক্ষা আর ফিউশনও আনা যেতে পারে। জমকালো একটা মখমলের টার্টেল নেকের টপও পরতে পারেন। সহজেই তাতে শীতকে টেক্কা দেওয়া যাবে। এর সঙ্গে জুয়েলারি যতটা সম্ভব ‘মিনিমাল’ রাখাই স্বাচ্ছন্দ্যের হবে। তবে একটা চাঙ্কি নেকপিসের কোনো বিকল্প নেই। আর এখন যদি আমাকে কোনো বিয়েতে দাওয়াত দেওয়া হয়, তাহলে আমি হাতাকাটা ব্লাউজের সঙ্গে একটা উলের শাড়ি পরব। শাড়িটা মূলত আমার মায়ের। অনেক আগে কাশ্মীরে বেড়াতে গিয়ে কিনেছিলেন। এটা আমার সংগ্রহে থাকা শাড়িগুলোর ভেতর অন্যতম প্রিয়।