প্রবীণ ভাবনা ও বাতিল সংস্কৃতি
আজকের প্রবীণেরা যখন তরুণ ছিলেন, তাঁদের অধিকাংশের ভাবনা ছিল একটা চাকরি জোটানো। চাকরির বাজার ছোট থাকায় অনেকেই আশানুরূপ চাকরি পাননি। উপায়হীন সাহসী তরুণেরা ব্যবসা-বাণিজ্যে প্রতিষ্ঠা লাভের চেষ্টা করেছেন। ব্যবসা-বাণিজ্যে কেউ সফল, কেউ ব্যর্থ, কেউবা কোনোরকমে টিকে রয়েছেন। এই প্রবীণদের শৈশব-কৈশোর-যৌবনে থাকা-খাওয়া, পোশাকপরিচ্ছদের সংকট ছিল।
শৈশব-কৈশোরে ভাইবোনদের সঙ্গে খাবারদাবার, বইপত্র, বিছানা, কাপড়চোপড় ভাগাভাগি করেছেন। জামা-জুতা ছোট হলে ছোটরা পেত। বড় ক্লাসে উঠলে ছোট ক্লাসে থাকা ভাইবোনেরা বই পেত। নতুন বই কেনা অনেক পরিবারের পক্ষে সম্ভব হতো না। বাড়ির সবাই মিলে ছেলেমেয়েদের জন্য গৃহশিক্ষক রাখতেন।