মুরগি ছাড়া খাবার মুখেই তোলে না খুদে? এই অভ্যাস ভাল না খারাপ?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১৮:৫৪

শিশুদের প্রোটিন খাওয়ানো অত্যন্ত জরুরি। লিন প্রোটিনের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর হল মুরগির মাংস। শিশুরা সাধারণত চিকেন খেতে পছন্দও করে। অন্য খাবারের মতো খুব একটা ঝামেলা করে না খেতে। অনেক বাচ্চা আবার চিকেন এতটাই পছন্দ করে যে, প্রত্যেক দিন খাওয়ার জন্য জেদ শুরু করে। বাবা-মায়েরা ব্যস্ততার মধ্যে অনেক সময়ে শিশুর জেদ মেনেও নেন। কিন্তু রোজ চিকেন খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভাল? শুধু শিশুরাই নয়, বড়রাও অনেকে এমন আছেন, যাঁদের মুরগির মাংস ছাড়া খাওয়া হয় না। এই অভ্যাস কি আদৌ ভাল? পুষ্টিবিদদের মতে, রোজ মুরগি খাওয়া ভাল নয়। কিন্তু কেন?


বাড়তি প্রোটিন: নির্দিষ্ট মাত্রার বেশি পরিমাণে প্রোটিন খাওয়া হলে তা ফ্যাট রূপে শরীরের আনাচ-কানাচে জমা হতে থাকে। এর ফলে রক্তে লিপিডের মাত্রা বেড়ে যায়। সঙ্গে ওজনও বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও