অন্যের সমব্যথী হলে নিজের বিপদ বাড়ে! কী বলছে সমীক্ষা
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১৮:৫১
সমাজে বিভিন্ন মানসিকতার মানুষ বসবাস করেন। সকলের সঙ্গে সমান ভাবে মিলেমিশে থাকতে গেলে কিছু শিক্ষা ছোট থেকেই দিতে হয়। নানা রকম সহবতও শেখানো হয়। অন্যের কষ্টে সমব্যথী হতে শেখানো হয়। শেখানো হয়, অন্যের জায়গায় নিজেকে বসিয়ে পরিস্থিতি বিবেচনা করার কথাও। কিন্তু জানেন কি, এই সহমর্মিতারও একটি ‘অন্ধকার’ দিক রয়েছে?
মনোবিদরা জানাচ্ছেন, অন্যের শোকে কাতর হওয়ার মধ্যেও অদ্ভুত এক আনন্দ আছে। সহমর্মিতা মানুষের মনে তেমনই প্রভাব ফেলে। শুধু তাই নয়, তাঁরা বলছেন, কোনও ব্যক্তি ঠিক কার সমব্যথী হবেন, তারও কিন্তু ব্যাখ্যা রয়েছে। অন্যের কষ্ট বা অনুভূতিকে তাঁরা নিজের জীবনের ঘটনার সঙ্গে তুলনা করেন। সকলের দুঃখেই যে তাঁরা দুঃখিত হবেন, তার কিন্তু কোনও মানে নেই। একই রকম কষ্ট বা দুঃখের অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছেন যাঁরা, তাঁরা নিজেদের মধ্যে একটি গোষ্ঠীও তৈরি করে ফেলেন।