
বড় এক নিরাপত্তাত্রুটি সমাধানে ক্রোমে জরুরি হালনাগাদ
প্রথম আলো
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১৮:৪৯
কম্পিউটারের ক্রোম ব্রাউজারের নিরাপত্তা ত্রুটি সমাধানে জরুরি হালনাগাদ ছেড়েছে গুগল। এ বছরের ‘অষ্টম জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া যায়। বছরের শুরু থেকেই এ ত্রুটির সুযোগ নিচ্ছিলেন হ্যাকাররা। এক ব্লগ পোস্টে এ নিরাপত্তাত্রুটির জরুরি হালনাগাদের কথা জানিয়েছে গুগল।
ত্রুটিটিকে সিভিই-২০২২-৪১৩৫ নামে শনাক্ত করা হয়েছে। এটি জিপিইউয়ের হিপ বাফার ওভারফ্লো নিরাপত্তাত্রুটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির একদল ঝুঁকি বিশ্লেষক এ ত্রুটির সন্ধান পান। সেই ব্লগে বলা হয়, সিভিই-২০২২-৪১৩৫ নিরাপত্তাত্রুটির বিষয়ে সতর্ক রয়েছে গুগল। তবে ক্রোমের এ নিরাপত্তা হালনাগাদ পেতে ব্যবহারকারীদের সময়ের প্রয়োজন রয়েছে। তাই এ ত্রুটির বিস্তার ঠেকাতে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করছে না গুগল।